ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কুয়েট শিক্ষক সমিতির সভাপতি আব্দুল হাসিব, সম্পাদক আলমগীর হোসেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
কুয়েট শিক্ষক সমিতির সভাপতি আব্দুল হাসিব, সম্পাদক আলমগীর হোসেন

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক সমিতির বার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে প্রফেসর ড. মো. আব্দুল হাসিব এবং সাধারণ সম্পাদক পদে ড. মো. আলমগীর হোসেন নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) শিক্ষক সমিতির কার্যালয়ে বার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সহ-সভাপতি পদে প্রফেসর ড. মো. রাফিজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে মো. আবু সাফায়েত, কোষাধ্যক্ষ পদে মো. ফয়সাল, ক্রীড়া সম্পাদক পদে মো. আবু সাহিদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক পদে কানিজ ফাতেমা, প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক পদে আসিফ শাহরিয়ার এবং সদস্য পদে প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ, প্রফেসর ড. মো. হাসানুজ্জামান, প্রফেসর ড. দিপায়ন মণ্ডল ও ড. সুজিত কুমার শীল নির্বাচিত হন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর ড. মো. আব্দুর রফিক ও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ড. মো. মঞ্জুর মোর্শেদ।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, জানুয়ারি ১৬,  ২০২৩
এমআরএম/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।