ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
গাজীপুরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

গাজীপুর: গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনে একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় ওই রুটে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনে ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল্লাহ হিরো জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা তুরাগ এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে জংশন এসে পৌঁছায়। এ সময় ট্রেনটির ইঞ্জিন ঢাকার দিকে ঘোরানো হচ্ছিল।  

একপর্যায়ে তুরাগ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ ঘটনায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি। ঘটনার পর উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ট্রেনের ইঞ্জিন উদ্ধারের কাজ করছে।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ১৭ জানুয়ারি, ২০২৪
আরএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।