ভোলা: ভোলায় বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। শীতের মধ্যে হঠাৎ করে বৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
আবহাওয়া অফিস জানিয়েছে, জেলায় এক দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রি থাকলেও সকালে তা দাঁড়িয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে।
ভোলা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মো. মনিরুল ইসলাম বলেন, ঘন কুয়াশার কারণে আকাশ মেঘাচ্ছন্ন, তবে মেঘ কেটে গেলে তাপমাত্রা বাড়বে। আবার কখনও ওঠা-নামা করবে।
এদিকে ভোর থেকে ঘন কুয়াশা আর তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এ অবস্থায় ফুলকপি, বাঁধাকপি, টমেটো, আলু ও বোরোর বীজতলার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
কৃষি অফিস বলছে, কুয়াশার কারণে রবিশস্যের আর্লি ব্লাইড, লেড ব্লাইড ও আলুর নাবি ধরা রোগের প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে।
দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টি কমে গেলেও সূর্যের দেখা মেলেনি দ্বীপজেলায়। কনকনে শীতে বিপাকে পড়েছেন উপকূলের ছিন্নমূল মানুষ। ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
আরএ