ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ছেলের মৃত্যুর খবর শুনে ১ ঘণ্টা পর মারা গেলেন মাও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৬, জানুয়ারি ১৯, ২০২৪
ছেলের মৃত্যুর খবর শুনে ১ ঘণ্টা পর মারা গেলেন মাও প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন মমতাময়ী মাও। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত ৯ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাগর মিয়া মারা যান। এর এক ঘণ্টা পর সাগরের মা মুর্শিদা বেগম (৬৫) হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান।

মৃত সাগর মিয়া (৩৮) জেলার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিণ জগৎসার উত্তর পাড়া (পাবলা সার) গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।

সাগরের চাচাতো ভাই মনির হোসেন জানান, সাগর মিয়ার হৃদ্‌রোগে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার সকালে তার হার্টঅ্যাটাক হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে রাত ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর সংবাদ শুনে সাগরের মা হৃদ্‌রোগে আক্রান্ত হন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে রাত ১০ টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাছিহাতা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন পাভেল জানান, সাগর মিয়া পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। সাগরের মৃত্যুর সংবাদ শুনে সাগরের মাও মারা যায়। ঘটনাটি খুবই হৃদয়বিদারক।  

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।