ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে হিমেল হাওয়া, সূর্যের দেখা নেই দুইদিন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
মেহেরপুরে হিমেল হাওয়া, সূর্যের দেখা নেই দুইদিন 

মেহেরপুর: মেহেরপুর জেলায় গত কয়েকদিন সূর্যের দেখা মেলেনি।  জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

পাশাপাশি বইছে হিমেল হাওয়া। সূর্যের আলোর দেখা না পাওয়ায় নিম্ন আয়ের মানুষগুলোর কর্মজীবনে নেমে এসেছে স্থবিরতা। বিভিন্ন স্থানে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ।

গতকাল রোববার (২১ জানুয়ারি) সকাল থেকে আজ সোমবার সকাল ১০টা পর্যন্ত কোথাও সূর্যের দেখা মেলেনি।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা ও মেহেরপুর অঞ্চলে আজ সকাল ৬টার সময় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ ও সকাল ৯টার সময় তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আর্দ্রতা ৯০ শতাংশ রেকর্ড করা হয়েছে।  

এটিই এই মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। পাশাপাশি এমন আবহাওয়া আরও দু-একদিন থাকতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।

সকাল থেকেই কুয়াশা আচ্ছন্ন রয়েছে জেলাজুড়ে। জেলার আঞ্চলিক মহাসড়কসহ জেলার সব সড়কে কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করতে হচ্ছে চালকদের।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম বলেন, রোববার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯৪ শতাংশ। চলতি শীত মৌসুমে এ অঞ্চলে এটিই সর্বনিম্ন তাপমাত্রা। এটাকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়।  

এছাড়া তাপমাত্রার পার্থক্য কমে আসায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আরও কয়েকদিন এমন তাপমাত্রার সঙ্গে শীত ও কুয়াশা অব্যাহত থাকতে পারে।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।