ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

হাজারীবাগে ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
হাজারীবাগে ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার  গ্রেপ্তার: প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীতে ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগ।

রোববার (২১ জানুয়ারি) রাতে হাজারীবাগ থানার রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি) মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

গ্রেপ্তারার হলেন- মো. আদম আলী, মো. সাজ্জাদুল ইসলাম ও মো. আরিফ হাসান। এ সময় তাদের কাছ থেকে ৮০ বোতল ফেনসিডিল ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

সহকারী পুলিশ কমিশনার মো. এরশাদুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাতে হাজারীবাগ থানার রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে ৮০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। আসামিরা লালমনিরহাট জেলার সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করতো বলে স্বীকার করে। আসামিদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় মামলা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
এমএমআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।