ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে অটোরিকশাকে বাসের ধাক্কা, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
বকশীগঞ্জে অটোরিকশাকে বাসের ধাক্কা, নিহত ১ প্রতীকী ছবি

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ড্রাম ব্রিজ এলাকায় বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার মনির মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

 

বুধবার (২৪ জানুয়ারি) সকালে বকশীগঞ্জ-রৌমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মনির কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কালারচর গ্রামের তছের উদ্দিনের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে মনির ও তার সঙ্গীরা বকশীগঞ্জ থেকে অটোরিকশাযোগে রৌমারীর দিকে রওনা হন। পথে ড্রাম ব্রিজ এলাকায় অটোরিকশাটি এলে বিপরীত দিক থেকে নাবিল পরিবহন নামে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী মনির ও তার সঙ্গী মাহবুব আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন এবং মাহবুবকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে রেফার্ড করেন।  

বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুল হক বলেন, অটোরিকশাটিতে ধাক্কা দেওয়া বাসটি পালিয়ে গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।