ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরগুনায় ৫৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
বরগুনায় ৫৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ 

বরগুনা: বরগুনায় সদর ও আমতলী উপজেলায় মৎস্য অধিদপ্তরের বিশেষ কম্বিং অভিযানে কারেন্ট জাল, চায়না দুয়ারী, বেহুন্দী ও চরগড়া জাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বিষখালী ও পায়রা নদীর বিভিন্ন পয়েন্টে বিশেষ কম্বিং অভিযান-২০২৪ উপলক্ষে দিনব্যাপী অভিযানে পাঁচটি বেহুন্দী জাল, ১১টি চরগড়া জাল, একটি চিংড়ি জাল, নিষিদ্ধ কারেন্ট জাল আনুমানিক ৫৫ হাজার ২০০ মিটার জাল জব্দসহ ২০টি বেহুন্দী পয়েন্ট কাটা হয়। জব্দ করা জালের মূল্য প্রায় ১০ লাখ টাকা।

উন্মুক্ত স্থানে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় এবং সাড়ে ৭ কেজি জাটকা দুটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।