ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
বাগেরহাটে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুই নারীসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার (২৮ জানুয়ারি) বেলা ১০টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের জিউধরা গ্রামে বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস শিকদার ও নাছির শিকদারের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- পলাশ শিকদার (৩৫), নাজমুল শেখ (২৩), আলতাফ জজ (৫০), রিনা বেগম (৩০), মাসুমা বেগম (৪০), জাহিদুল শিকদার (৩৫) ও নাছির শিকদার (৫৫)। অপর আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ জানায়, বিবদমান জমিতে মাটি কাটা নিয়ে নাছির শিকদার ও বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস শিকদারের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে সাতজনকে বেলা ১২টার দিকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, জিউধরায় মারপিটের ঘটনা শুনেছি। এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।