ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাসেলস যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
ব্রাসেলস যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

ঢাকা: ইউরোপিয়ান ইউনিয়ন-ইন্দো প্যাসিফিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে ব্রাসেলস যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। বুধবার (৩১ জানুয়ারি) তিনি ব্রাসেলসের উদ্দেশে রওনা দেবেন।

আগামী ১ ও ২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই বৈঠকে সহনশীল অর্থনীতি নিয়ে আলোচনা করবেন পররাষ্ট্রমন্ত্রী। সাইড লাইনে একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সাইড লাইনে বৈঠক হওয়ার কথা রয়েছে।

২০২২ সালে প্যারিসে অনুষ্ঠিত প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠকে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন অংশ নিলেও গত বছর দ্বিতীয় বৈঠকে সরকারের পক্ষ থেকে তৎকালীন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ অংশ নেন।

এবারের তৃতীয় ইউ-ইন্দো প্যাসিফিক বৈঠকে তিনটি বিষয়- নিরাপত্তা, সহনশীল অর্থনীতি ও সবুজায়ন নিয়ে আলোচনা হবে। এর মধ্যে বাংলাদেশ সহনশীল অর্থনীতি নিয়ে আলোচনা করবে।  

বাংলাদেশ সময়: ২৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪         
টি আর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।