ঢাকা, সোমবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৪ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে চিতা বাঘের আক্রমণে গরুর মৃত্যু, পরে নদীতে মিলল মৃত বাঘ!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৪
পঞ্চগড়ে চিতা বাঘের আক্রমণে গরুর মৃত্যু, পরে নদীতে মিলল মৃত বাঘ!

পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারীতে চিতা বাঘের আক্রমণে এক কৃষকের গরু মারা গেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) উপজেলার তোড়িয়া ইউনিয়নের দাড়খোড় সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয়দের ধারণা, ওই এলাকার দাড়খোড় সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে বাঘটি।

জানা গেছে, স্থানীয় এক কৃষকের গরুর গলায় কামড়ে আহত করে গরুটিকে অর্ধেক খেয়ে পালিয়ে যায় বাঘটি। গরুর মালিক শিয়ালের আক্রমণে গরুর মৃত্যু মনে করে গরুটিতে বিষ প্রয়োগ করেন। পরে আবারও গরুটিকে খেতে আসে চিতা বাঘটি। খাওয়া শেষে দাড়খোড় এলাকার ঈদগাহের পাশে সীমান্তঘেষা নাগর নদীতে নামলে সেখানেই বাঘটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে বন বিভাগ, বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ও বারঘাঁটি তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে বাঘটি উদ্ধার করে। পরে বাঘটিকে ময়নাতদন্তের জন্য আটোয়ারী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নেওয়া হয়। বাঘটিকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক জাদুঘরে পাঠানো হবে।

পঞ্চগড়ের সামাজিক বনায়ন নার্সারি প্রশিক্ষণকেন্দ্র ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মধুসুদন বর্মন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে বাঘের মরদেহটি উদ্ধার করেছি। ময়নাতদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।