ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

রাজশাহীতে মাংস বিক্রেতা মামুন হত্যার আসামি খোকন গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৬, ফেব্রুয়ারি ৪, ২০২৪
রাজশাহীতে মাংস বিক্রেতা মামুন হত্যার আসামি খোকন গ্রেপ্তার  হত্যাকাণ্ডের শিকার ব্যবসায়ী মামুন হোসেন

ঢাকা: রাজশাহীতে কম দামে গরুর মাংস বিক্রি করায় ব্যবসায়ী মামুন হোসেন হত্যার আসামি মিজানুর রহমান ওরফে খোকনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (৪ ফেব্রুয়ারি) শরীয়তপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।  

তিনি জানান, রাজশাহীতে কম দামে গরুর মাংস বিক্রি করায় মামুন হোসেনের হত্যাকারী মিজানুর রহমান ওরফে খোকন ঘটনার পর থেকে পলাতক ছিলেন। অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।  

গত ২০ জানুয়ারি সকালে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী হাটে মামুনকে প্রকাশ্যে হত্যা করা হয়

স্থানীয়রা তখন জানান, মামুন হোসেন আড়ানী হাটে গরু জবাই করে মাংস বিক্রি করছিলেন। এ সময় একই গ্রামের মৃত খোদা বক্সের ছেলে খোকনও পাশে মাংস বিক্রি করছিলেন। দুইজনের মধ্যে মাংস বিক্রি নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে খোকন তার হাতে থাকা ধারালো ছুরি দিয়েই মামুনকে নৃশংসভাবে কুপিয়ে জখম করেন। পর তাকে উদ্ধার করে স্থানীয়রা দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করে। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণ পথেই মামুনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৪
এসজেএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।