ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জাল ভোট দিতে গিয়ে আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
জাল ভোট দিতে গিয়ে আটক ২

নওগাঁ: নওগাঁ-২ আসনের নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে জেলার ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর দাখিল মাদরাসা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।



আটকরা হলেন- ধামইরহাট উপজেলার বীরগ্রামের সাজেদুরের ছেলে মাহমুদুর (১৯) ও একই এলাকার আব্দুল আলিমের ছেলে কারিমুল হোসেন (১৪)।  
বিষয়টি নিশ্চিত করেন ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আরিফুর রহমান।

এর আগে সকাল ৮টা থেকে ১২৪টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। যা চলে বিকেল ৪টা পর্যন্ত। এখন চলছে গণনা।

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির তোফাজ্জল হোসেন, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আখতারুল আলম ও আরেক স্বতন্ত্র প্রার্থী মেহেদী মাহমুদ রেজা প্রতিদ্বন্দ্বিতা করেন। এ আসনের মোট ভোটার ছিল ৩ লাখ ৫৬ হাজার ১৩২ জন।

ধামইরহাট ও পত্নীতলা চেয়ে উপজেলা নিয়ে নওগাঁ-২ আসন। ২৯ ডিসেম্বর এ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। এরপর নতুন করে আবারও নির্বাচনের তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।