ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র আইনে দায়ের করা মামলায় নাদিম আলী (২১) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়া মামলার অপর ধারায় তাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র স্পেশাল ট্রাইবুনাল-১ এর বিচারক মোহা. আদীব আলী আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন।  

নাদিম ভোলাহাটের গোয়ালবাড়ি সুরনাপুর তিলোকি গ্রামের খাইরুল ইসলামের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২১ সালের ২৮ আগস্ট শিবগঞ্জের ধোবড়া বাজার এলাকায় অভিযান চালায় র‌্যাব।  এ সময় একটি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুইটি ম্যাগাজিন ও ছয়টি গুলিসহ গ্রেপ্তার হন নাদিম। এঘটনায় পরদিন শিবগঞ্জ থানায় মামলা করে র‌্যাবের উপপরিদর্শক হাফিজুর রহমান। পরে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপপরিদর্শক মো. নুরুন্নবী অভিযোগপত্র জমা দেন। পরে দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।