ঢাকা, বুধবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

জাতীয়

এনায়েতপুরে বাড়ির ছাদ থেকে পড়ে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৮, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
এনায়েতপুরে বাড়ির ছাদ থেকে পড়ে যুবক নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুরে বাড়ির ছাদ থেকে পড়ে কামাল পাশা (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত কামাল পাশা সিরাজগঞ্জ সদর উপজেলার পেঁচিবাড়ি গ্রামের মজনু শেখের ছেলে।

স্থানীয়রা জানান, এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের নার্সিং সুপারভাইজার ডলি আক্তার তার স্বামীকে নিয়ে এনায়েতপুর গ্রামের সিরাজুল ইসলামের ভবনে ভাড়া থাকতেন। শনিবার সকালে ডলি আক্তার ডিউটিতে চলে গেলে বাড়িতে একাই ছিলেন তার স্বামী কামাল পাশা।

দুপুরের দিকে তিনি বাড়ির ছাদের পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে হঠাৎ তিনতলা থেকে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে বলেন, পরিবারের লোকজন মরদেহ দাফনের জন্য বাড়িতে নিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।