ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাপ্তাইয়ে সূর্যব্রত মেলা অনুষ্ঠিত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
কাপ্তাইয়ে সূর্যব্রত মেলা অনুষ্ঠিত 

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় সনাতন ধর্মাবলম্বীর সূর্য দেবতার পূজা উপলক্ষে সূর্যব্রত মেলা বসেছে।  

রোববার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার রাইখালী ইউনিয়নের খাদ্যগুদাম সংলগ্ন মাঠে দিনব্যাপী এ মেলা বসেছিল।

 

মেলায় হাজার-হাজার পূর্ণার্থীর ভিড় ছিল। সনাতন সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য ধর্মের পাহাড়ি-বাঙালি লোকজনও এ মেলায় এসে কেনাকাটাসহ আনন্দ-উল্লাস করেছে।  

মেলা আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়- প্রতি বছর মাঘ মাসের মাঘী শুক্লা তিথিতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা সূর্য দেবের পূজা দেওয়ার মধ্য দিয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী মেলার আয়োজন করে থাকে।

মেলায় হরেক রকমের পিঠাপুলিসহ হস্তশিল্পের দোকান বসে। মেলায় আসা ক্রেতারা এসব পণ্যসামগ্রী কিনতে পেরে খুশি।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।