ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনেটারি মিস্ত্রির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনেটারি মিস্ত্রির মৃত্যু

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন নলজানী এলাকায় একটি বাড়ির ছাদে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাহিদুল ইসলাম (২৪) নামে এক সেনেটারি মিস্ত্রির মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ওই এলাকার শাহ আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নাহিদুল গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন বাঙ্গালগাছ এলাকার মো. হাবিবুল্লাহর ছেলে।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক জানান, সেনেটারি মিস্ত্রি হিসেবে বিভিন্ন এলাকায় কাজ করতেন নাহিদুল। সকালে তিনি নলজানী এলাকায় শাহ আলমের বাড়ির দ্বিতীয় তলার ছাদে কাজ করছিলেন। একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে ওই বাড়ির পাশে থাকা বিদ্যুতের তারের সঙ্গে তার স্পর্শ লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে শরীর পুড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
আরএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।