ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইউনাইটেডের বিরুদ্ধে মামলা তুলে নিতে হুমকি, ডিবিতে শিশু আয়ানের বাবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
ইউনাইটেডের বিরুদ্ধে মামলা তুলে নিতে হুমকি, ডিবিতে শিশু আয়ানের বাবা

ঢাকা: ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে শিশু আয়ানের বাবাকে হত্যার হুমকির বিষয়ে জানাতে ও আসামিদের আইনের আওতায় আনতে ডিবি কার্যালয়ে গেছেন শিশু আয়ানের বাবা শামীম আহমেদ।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি মিন্টু রোডের ডিবি কার্যালয়ে যান।

এ সময় তিনি ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের কাছে লিখিত অভিযোগ দেওয়ার কথা জানান।  

এ বিষয়ে শামীম আহমেদ বলেন, ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে বিভিন্নভাবে আমাকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। অন্যদিকে, থানা পুলিশও আসামিদের গ্রেপ্তার করছে না।

আসামিরা বহাল তবিয়তে অফিস করছেন কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে অব্যাহতি দেয়নি, পুলিশও তাদের ধরছে না।

তিনি বলেন, এমন অবস্থায় আমি ডিবি কার্যালয়ে এসেছি। হারুন সাহেবের কাছে লিখিত অভিযোগ করব। ডিবিই আমাদের শেষ ভরসাস্থল। আশা করি আসামিদেরকে ডিবি গ্রেপ্তার করবে।

গত ৮ জানুয়ারি রাজধানীর বাড্ডা সাতারকুলে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খতনা করাতে গিয়ে শিশু আয়ান মারা যায়।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
পিএম/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।