ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে যোগাযোগ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৮, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
টাঙ্গাইলে ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে যোগাযোগ বন্ধ

টাঙ্গাইল: টাঙ্গাইলে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে বাসাইল উপজেলার সোনালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর ঢাকার সঙ্গে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে৷ 

এ ব্যাপারে টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশের ইনর্চাজ আলী আকবর বলেন, টাঙ্গাইলের লোকাল ট্রেনটি ঘারিন্দা রেলস্টেশন থেকে সকাল ৭ টা ৮ মিনিটের দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি বাসাইল উপজেলার সোনালিয়া গ্রামে পৌঁছালে ইঞ্জিনটি বিকল হয়ে যায়। এতে ঢাকা সঙ্গে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়৷ ঘটনার পর ট্রেনটির ইঞ্জিন মেরামত করার কাজ চলছে৷ 

তিনি আরও বলেন, গত বছরের ১৬ নভেম্বর ঘারিন্দা রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা টাঙ্গাইল কমিউটার ট্রেনটিতে আগুন দেওয়া হয়েছিল। পরে ট্রেনটি মেরামত করে চলাচল করলেও মাঝে মধ্যেই ইঞ্জিন বিকল হয়ে পড়ছে।  

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।