ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বেইলি রোডের পোড়া ভবনের নিচে স্বজন হারানোদের অপেক্ষা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, মার্চ ১, ২০২৪
বেইলি রোডের পোড়া ভবনের নিচে স্বজন হারানোদের অপেক্ষা

ঢাকা: রাজধানীর বেইলি রোডের ভবনে আগুন লাগার ঘটনার পরদিন ঘটনাস্থলে অপেক্ষা করছেন স্বজন হারানো পরিবারের সদস্যরা।

শুক্রবার (০১ মার্চ) সকালে মো. হৃদয় তার ছোট ভাইকে খুঁজছেন আগুনে পোড়া সেই ভবনটির সামনে।

তিনি বলেন, গতকাল (বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তার ছোট ভাই আসিফ ভবনটিতে গ্যাসের সিলিন্ডার দিতে আসেন। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না।

আসিফ শান্তিনগরের একটি গ্যাসের দোকানে চাকরি করতেন। বৃহস্পতিবার রাতে আগুনে পোড়া ওই ভবনে থাকা কাচ্চি হাট রেস্তোরাঁয় গ্যাস শেষ হয়ে গেলে তিনি গ্যাসের সিলিন্ডার সরবরাহ করতে আসেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) অনেক খোঁজাখুঁজি করেও তার ভাইকে না পেয়ে ঘটনাস্থলেই অপেক্ষা করছেন হৃদয়।

হৃদয় ও আসিফের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়। তারা শান্তিনগর এলাকায় থাকতেন।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, মার্চ ০১, ২০২৪
টিএ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।