ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে পাবনায় মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, মার্চ ২, ২০২৪
রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে পাবনায় মতবিনিময়

পাবনা: পাবনায় পবিত্র রমজান উপলক্ষে খেজুর কলাসহ সব প্রকার ফলের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, মেয়াদ উত্তীর্ণ খেজুর বিক্রি না করা ও ফলে বিষাক্ত কেমিকেল/রাসায়নিক দ্রব্য না মিশানোর জন্য সব প্রকার ফল ব্যবসায়ীদের সঙ্গে চেম্বারে অব কমার্সের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০২ মার্চ) দুপুরে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে চেম্বারের সভাকক্ষে মতবিনিময় সভা হয়।

 

এ সময় সাংবাদিক, গোয়েন্দা সংস্থা, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন প্রতিনিধি ও চেম্বারে অব কমার্সের নেতারা উপস্থিত ছিলেন।  

পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি, জেলার ক্যাবের সাধারণ সম্পাদক এসএম মাহবুব আলম, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালক, শফিকুল ইসলাম খান, মাসুদুর রহমান মিন্টু, সাজ্জাদ হোসেন বাচ্চুসহ ব্যবসায়ী, সাংবাদিক গোয়েন্দা সংস্থা, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ও চেম্বারে অব কমার্সের নেতারা।

মতবিনিময় সভায় ব্যবসায়িদের জানানো হয়, ভেজাল খাদ্য পণ্য বিক্রি ও ক্রেতাদের সঙ্গে প্রতারণামূলক কোনো কার্যক্রম করলে বা অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সবাইকে সতর্ক হওয়া আহ্বান জানো হয়। দ্রব্যমূল্যের দাম সহশীল পর্যায়ে রাখতে নিয়মিত প্রশাসনের সঙ্গে চেম্বার ভোক্তা অধিকার ও ক্যাব পাবনা প্রতিনিধি দল নিয়মিত বাজার মনিটরিং করবেন।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, মার্চ ০২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।