ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে বাংলাদেশি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৭, মার্চ ৬, ২০২৪
অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে বাংলাদেশি আটক

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে রুবেল হোসেন (২৬) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৫ মার্চ) রাতে উপজেলার ভারতীয় সীমান্ত ঘেঁষা উত্তর জাওরানী গ্রাম থেকে তাকে আটক করে বিজিবি।

 

বুধবার (৬ মার্চ) সকালে আটক রুবেলকে হাতীবান্ধা থানায় সোপর্দ করে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করে বিজিবি। রুবেল ওই গ্রামের মাহাতাব হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার জাওরানী সীমান্ত দিয়ে কয়েক দিন আগে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে রুবেল। ভারতে কাজ শেষে বুধবার রাতে একই সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় জাওরানী বিজিবি ক্যাম্পের টহল দল তাকে আটক করেন। এ ঘটনায় অবৈধ অনুপ্রবেশের দায়ের আটক রুবেলের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করে বিজিবি।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সকালে গ্রেপ্তার রুবেলকে জেল হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।