ঢাকা, শনিবার, ১২ বৈশাখ ১৪৩২, ২৬ এপ্রিল ২০২৫, ২৭ শাওয়াল ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে ৬ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, মার্চ ৬, ২০২৪
মেহেরপুরে ৬ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রাম থেকে ৬ কেজি গাঁজাসহ মিনারুল ইসলাম (৪৫) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৬ মার্চ) ভোরের দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার মিনারুল ধলা গ্রামের নুর মোহাম্মদের ছেলে।  

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেন।  

এ সময় তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ধলা গ্রামে অভিযান চালিয়ে মিনারুলকে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার নামে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-০৮। আসামি মিনারুলকে আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ