ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেহেরপুর কারাগারে আসামির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, মার্চ ৭, ২০২৪
মেহেরপুর কারাগারে আসামির মৃত্যু

মেহেরপুর: মাদক মামলার আসামি আব্দুল আউয়াল (৪২) নামে এক আসামি মেহেরপুর জেলা কারাগারে মারা গেছেন।  

বৃহস্পতিবার (৭ মার্চ ) সকাল সাড়ে ৯ টার দিকে তিনি মারা যান।

 

মৃত আব্দুল আউয়াল জেলার গাংনী উপজেলার বামন্দী গ্রামের রকবুল হোসেনর ছেলে।

মেহেরপুর কারাগারের জেলার মো. আমানুল্লাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, আব্দুল আউয়াল ৩৬/১/৮ খ মাদক মামলার আসামি ছিলেন। গত ১৫ জানুয়ারি জেলহাজতে আসে। আজ হঠাৎ করে অসুস্থ হলে তাকে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার মো. লিওন বলেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পরে বলা যেতে পারে।

মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া জানান, বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, মার্চ ৭, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।