ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধানক্ষেতে পড়েছিল ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৪
ধানক্ষেতে পড়েছিল ব্যবসায়ীর গলাকাটা মরদেহ প্রতীকী ছবি

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে ধানক্ষেত থেকে আব্দুল আউয়াল (২৫) নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের চৌকিদারের ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত আব্দুল গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বর্মতত গ্রামের হাফিজার রহমানের ছেলে। তিনি মোবাইল ব্যাংকিং-ফ্লেক্সিলোড ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্বজনরা জানান, বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় ইফতার করে বাড়ি থেকে স্থানীয় বাজারস্থ দোকানের উদ্দেশে বের হন আব্দুল আউয়াল। এরপর রাতে তিনি আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে সুন্দরগঞ্জ উপজেলার চৌকিদারের ঘাট এলাকার একটি ধান ক্ষেতে আব্দুলের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের স্বজনরা থানায় গিয়ে মরদেহটি আব্দুলের বলে শনাক্ত করেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।