মাদারীপুর: মাদারীপুর সদরের বিভিন্ন ফলের দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় চারটি দোকানে অনিয়ম থাকায় ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে সদর উপজেলার কুলপদ্দি চৌরাস্তায় এ অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।
এসময় রমজান উপলক্ষে সব ব্যবসায়ীকে সতর্ক করে দেন তিনি।
সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান, মূল্যের তালিকা প্রদর্শন না করা, প্রতিশ্রুতি অনুযায়ী সেবা না দেওয়ায় সহ নানা অনিয়মের কারণে পৃথকভাবে চারটি দোকানে মোট ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া রমজান উপলক্ষ্যে মাইকিং করে ব ব্যবসায়ীকে সতর্ক করে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৪
এসএম