ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে ৬৬৫ টাকায় গরুর মাংস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২৪
ফেনীতে ৬৬৫ টাকায় গরুর মাংস

ফেনী: গরুর মাংসের বাজার নিয়ন্ত্রণে রাখতে ফেনীতে শুরু হয়েছে ৬৬৫ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ৭টা থেকে পিটিআই স্কুল মাঠে অস্থায়ী দোকানে এ কার্যক্রম শুরু হয়।

একজন ভোক্তা স্বল্প মূল্যে সর্বোচ্চ তিন কেজি পর্যন্ত মাংস কিনতে পারবেন। প্রতি কেজিকে থাকবে ৮০০ গ্রাম মাংস ও ২০০ গ্রাম হাড়। ফেনী পৌরসভা সার্বিক তত্ত্বাবধানে ঈদ পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে সাশ্রয়ী মূল্যে মাংস বিক্রি বিক্রি।

৬৬৫ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি। আর এ কাজে অর্থ সহায়তা দিচ্ছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

অনুষ্ঠানে পৌর মেয়র স্বপন মিয়াজি বলেন, অসাধু বিক্রেতাদের সিন্ডিকেট ভাঙতে এবং মাংসের বাজার দর নিয়ন্ত্রণে রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আর ক্রেতাদের চাহিদার ওপর নির্ভর করে হবে গরু জবাই। কম মূল্যে মাংস কিনতে পেরে খুশি ভোক্তারাও। ঈদের পরেও এ দামে মাংস বিক্রির জন্য দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২৪
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।