ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল অটোরিকশা, প্রবাসীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল অটোরিকশা, প্রবাসীর মৃত্যু

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেড়িবাঁধ এলাকায় মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল সিএনজিচালিত অটোরিকশা।  

এ দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী নুরুল ইসলাম (৪৫) নামে সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে।

গুরুতর আহত হয়েছেন অটোরিকশার আরো দুই যাত্রী।

শনিবার (২৩ মার্চ) দুপুরে বেড়িবাঁধের সিপাইকান্দি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।  

নিহত নুরুল ইসলাম উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের মৃত সহিদ উল্লাহ প্রধানের ছেলে।

এই ঘটনায় আহত যাত্রীরা হলেন - একই উপজেলার মফিজুল ইসলাম (৩০) ও মো. আলী আকবর (৫৫)।  

আহতদের স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত নুরুল ইসলামের স্ত্রী শেফালি আক্তার বলেন, আমার স্বামী (নুরুল ইসলাম) সৌদিপ্রবাসী। তিনি এক মাস আগে দেশে আসেন। আজ চাঁদপুর যাওয়ার পথে ঠেটালিয়া সিপাইকান্দি বেড়িবাঁধে সিএনজির সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আমার স্বামী মারা যান।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, দুর্ঘটনাস্থলে সিএনজির এক যাত্রী নিহত ও বাকি ২ জন আহত হয়েছেন। দুঘর্টনা কবলিত মাইক্রোবাসটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছেন।  

মরদেহ উদ্ধারসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।