ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সালথায় সিলিং ফ্যানে ঝুলছিল ইউপি সদস্যের স্ত্রীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৪
সালথায় সিলিং ফ্যানে ঝুলছিল ইউপি সদস্যের স্ত্রীর মরদেহ

ফরিদপুর: ফরিদপুরের সালথায় আঁখি আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

সোমবার (২৫ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার কানাইড় গ্রামে এ ঘটনা ঘটে।

 

আঁখি আক্তার উপজেলার গট্টি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পারভেজ মাতুব্বরের স্ত্রী।

জানা যায়, ইউপি সদস্য পারভেজ মাতুব্বরের প্রথম স্ত্রী ছিল। তাদের একটি ছেলে সন্তানও রয়েছে। পারিবারিক কলহের জেরে কয়েক বছর আগে প্রথম স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর গত বছর পাশের সোনাপুর ইউনিয়নের বড় বাঙরাইল গ্রামে সাহিদ মোল্যার মেয়ে আঁখি আক্তারকে বিয়ে করেন পারভেজ। কিন্তু বিয়ের পর থেকে মাঝে মধ্যেই প্রথম স্ত্রী নিয়ে আখির সঙ্গে পারভেজের ঝামেলা হতো। এর জেরে এ ঘটনা ঘটতে পারে।

এ ব্যাপারে জানতে নিহতের স্বামী পারভেজ মাতুব্বরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে হলেও তিনি ফোন রিসিভ করেননি।

গট্টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু বাংলানিউজকে বলেন, পারভেজের সঙ্গে তার স্ত্রীর কোনো ঝামেলা ছিল বলে আমার জানা নেই। তবে, পারভেজ আজ সারাদিন সালথা উপজেলায় আমার সঙ্গে ছিল। হঠাৎ শুনি পারভেজের স্ত্রী আত্মহত্যা করেছেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ ফায়েজুর রহমান বলেন, খবর পেয়ে দুপুর ১টার দিকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন তিনি।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।