ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে শোবার ঘরে ঢুকে নারীকে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৪
নরসিংদীতে শোবার ঘরে ঢুকে নারীকে গলা কেটে হত্যা

নরসিংদী: নরসিংদীর পলাশ উপজেলায় প্রকাশ্যে শোবার ঘরে ঢুকে দেলোয়ারা বেগম (৫০) নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরনগরদী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

 

নিহত দেলোয়ারা চরনগরদী এলাকার মৃত মালেক দেওয়ানের স্ত্রী।

জানা যায়, দেলোয়ারার স্বামী মারা যাওয়ার পর তাদের দুই ছেলে বিদেশি পাড়ি জমান। মেয়েদের বিয়ে হওয়ার পর দেলোয়ারা একাই বাড়িতে থাকতেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে প্রতিবেশী ও স্বজনরা শোবার ঘরে গিয়ে দেখেন যে বিছানায় তার গলা কাটা মরদেহ পড়ে আছে। খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ব্যাপারে তদন্ত শুরু করেছে পলাশ থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন বলেন, আশা করছি দ্রুতই এ হত্যার রহস্য উন্মোচন করা সম্ভব হবে।  

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।