ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রায়পুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৪
রায়পুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় সড়ক দুর্ঘটনায় মো. ফাহিম খা (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।  

মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের আমিরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ফাহিম খা উপজেলার আমিরগঞ্জ এলাকার খা বাড়ির আওলাদ খা’র ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিগে ফাহিম তার বাবার দোকান থেকে ইফতারের জন্য মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে বাসায় ফিরছিলেন। এ সময় এক পথচারী রাস্তা পারাপারের সময় তাকে বাঁচাতে ব্রেক ধরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি থেকে ছিটকে পড়ে যায়। পরে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত অটোরিকশার চাকার নিচে চাপা পড়ে মাথায় আঘাত প্রাপ্ত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের চাচা হাকিম খা বলেন, ফাহিম এসএসসি পাশ করে পড়াশোনার পাশাপাশি বর্তমানে বাবার মিষ্টির দোকান দেখাশোনা করতো। দোকান থেকে ইফতারের জন্য বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।

আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, এ ঘটনার পর স্থানীয়রা তার মরদেহ বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।