ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টেকনাফের পাহাড়ে দুই রাখাল নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৪
টেকনাফের পাহাড়ে দুই রাখাল নিখোঁজ

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে পাহাড়ে গরু চড়াতে গিয়ে অলি আহমদ ও নুর মোহাম্মদ নামে দুই রাখাল নিখোঁজ হয়েছেন।

স্থানীয় জনপ্রতিনিধিরা ধারণা করছেন, মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে পাহাড় থেকে সন্ত্রাসীরা তাদের অপহরণ করে নিয়ে গেছে।

নিখোঁজ অলি আহমদ (৩২) উপজেলার হোয়াইক্যং রোজারঘোনা এলাকার আমির হোসেনের ছেলে ও নুর মোহাম্মদ (১৭) কম্বনিয়াপাড়া এলাকার মোহাম্মদ ফিরোজের ছেলে।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ হাসান বলেন, মঙ্গলবার সকালে স্থানীয় দুজন রাখাল পাহাড়ে গরু চড়াতে যান। বিকেল পর্যন্ত ফেরত না আসায় স্থানীয়রা তাদের খুঁজতে যান। পরে লোকজন পাহাড়ে গিয়ে গরুগুলো পেলেও তাদের সন্ধান পাননি। ধারণা করা হচ্ছে, অপহরণকারীরা মুক্তিপণের জন্য তাদের অপহরণ করে গহীন পাহাড়ে নিয়ে গেছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি বলেন, অপহরণের বিষয়ে এখনো কেউ অভিযোগ জানায়নি। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৪
এসবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।