ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় শফিক নূর (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে ওই এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শফিক নূর সুনামগঞ্জের দিরাই থানার কামালপুর এলাকার হারুন অর রশিদের ছেলে।

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকা থেকে গাড়িতে উঠার সময় একটি কাভার্ডভ্যান শফিক নূরকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা করে শফিক নূরকে মৃত ঘোষণা করে।  

এ ঘটনায় ওই কাভার্ডভ্যান ও চালককে আটক করা হয়েছে। নিহত শফিক নূরের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা-ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এসআই ইসমাইল।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।