ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাজুস লক্ষ্মীপুর জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
বাজুস লক্ষ্মীপুর জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ চলছে

লক্ষ্মীপুর: প্রথমবারের মতো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) লক্ষ্মীপুর জেলা শাখার দ্বি-বার্ষিক (২০২৪-২০২৬) নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

রোববার (৩১ মার্চ) সকাল ১০টায় শহরের মুক্তিযোদ্ধা মার্কেটের ফুড গার্ডেন রেস্টুরেন্টে ভোটগ্রহণ শুরু হয়।

একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।  

বাজুসের ১৫০ জন সদস্যের ভোটে নির্বাচিত হবে ১৯ জনের কার্যনির্বাহী কমিটি। কমিটির বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৯ জন প্রার্থী।  

নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত আছেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রিপনুল হাসান, কার্য নির্বাহী সদস্য পবিত্র চন্দ্র ঘোষ, চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি (সাধারণ সম্পাদক) ও চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক প্রণব সাহা।

উপস্থিত কেন্দ্রীয় নেতারা জানান, বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে সারা দেশে স্বর্ণ ব্যবসায়ীরা এখন এক ছাতার নিচে একত্রিত হয়েছেন। তারই ধারাবাহিকতায় আজ লক্ষ্মীপুরে নির্বাচন হচ্ছে। ভোটকে ঘিরে ভোটকেন্দ্র স্বর্ণ ব্যবসায়ীদের মিলন মেলায় পরিণত হয়েছে। আজ বাজুস প্রেসিডেন্টের কারণেই সদস্যরা তাদের নেতা নির্বাচিত করবেন। ভোটের মাধ্যমে যোগ্য লোক নির্বাচিত হবেন- এটিই আমাদের প্রেসিডেন্টের চাওয়া।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।