ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঘোড়ার লাথি মারার জেরে সংঘর্ষ, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৪
ঘোড়ার লাথি মারার জেরে সংঘর্ষ, নিহত ২

সুনামগঞ্জ: সুনামগঞ্জে ঘোড়ার লাথি মারাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।  

সোমবার (১ এপ্রিল) রাত ১২টায় শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের থলেরবন্দ গ্রামের আশিক আলী এবং শের আলীর পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।

নিহতরা হলেন- থলেরবন্দ গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে নূর মোহাম্মদ (২২) ও একই গ্রামের আব্দুল আউয়াল (৫৫)।  

স্থানীয় সূত্র জানায়, গ্রামের শের আলীর গৃহপালিত ঘোড়া আশিক মিয়ার ছেলে ফরিদকে লাথি দেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রাত ১২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আশিক আলীর পক্ষের নূর মোহাম্মদ ও শের আলীর পক্ষের আব্দুল আউয়াল গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নূর মোহাম্মদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে রাত ২টার দিকে তার মৃত্যু হয়।  

এদিকে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে আহত আব্দুল আউয়ালের মৃত্যু হয়।
সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।  

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃংখলা পরিস্থতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।  

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।