বগুড়া: বগুড়া শহরের বহুতল বাণিজ্যিক বিপণিবিতান মেরিনা নদী বাংলা কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার (২ এপ্রিল) বিকেল পৌনে চারটার দিকে এই মার্কেটের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আসে। এর আগে দুপুরে মার্কেটের ওষুধের দোকান ও গোডাউনে এই আগুনের সূত্রপাত হয়।
বিষয়টি নিশ্চিত করেন বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
মার্কেটের ওষুধের দোকান ও গোডাউনটির মালিকের নাম সাইদুর রহমান। তিনি জানান, তার প্রায় ৫০ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৪
এএটি