ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাজেকে পাহাড় কেটে সুইমিংপুল, ২ লাখ টাকা জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৪
সাজেকে পাহাড় কেটে সুইমিংপুল, ২ লাখ টাকা জরিমানা 

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে পাহাড় কেটে সুইমিংপুল তৈরি করায় ‘মেঘপল্লী ইকো রিসোর্ট’কে ২ লাখ টাকা জরিমানা করেছে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন। এছাড়া অনির্দিষ্টকালের সুইমিংপুল জন্য নির্মাণকাজ বন্ধ ঘোষণা করে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে।

 

বুধবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শিরীন আক্তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রিসোর্ট মালিক শাহআলমকে ২ লাখ টাকা জরিমানা করেন।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার বলেন, সুইমিংপুল নির্মাণ বন্ধে মহামান্য হাইকোর্টের নির্দেশনা পাওয়ার পর আজ সরেজমিনে এসে নির্মাণকাজ বন্ধ ও জরিমানা করা হয়েছে। নির্দেশনা বাস্তবায়ন করতেই আজকের অভিযান পরিচালিত হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।