ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দুজনের নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১০, এপ্রিল ৫, ২০২৪
ফরিদপুরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দুজনের নামে মামলা

ফরিদপুর: ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ফরিদপুরে দৈনিক বাংলা৭১ পত্রিকার সম্পাদক প্রবীর শিকদারসহ (৬০) দুজনের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অপর আসামি করা হয়েছে টেকনোমিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. যশোদা জীবন দেবনাথকে (৫০)।

বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুরের অতিরিক্ত চিপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ১ নং আমলী আদালতে মামলাটি দায়ের করা হয়।  

মামলাটি করেন ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর এলাকার শামীম হোসেন নামের এক ব্যক্তি।

একইদিন রাত ৮টার দিকে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিশ্বজিৎ গাঙ্গুলি মামলার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, ‘ইসলাম ধর্মের প্রতি বিদ্বেষ, অবমাননা, সমাজে শৃঙ্খলা ভঙ্গের উদ্দেশ্যে জনসাধারণের মধ্যে উসকানি সৃষ্টির দায়ে এ মামলাটি দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ৯ এপ্রিল আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন। ’ 

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।