ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে বজ্রপাতের শব্দে ব্যবসায়ীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৪
সিলেটে বজ্রপাতের শব্দে ব্যবসায়ীর মৃত্যু

সিলেট: সিলেটের গোলাপগঞ্জে বজ্রপাতের শব্দে আছকির আলী (৭০)নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১২টার দিকে কাল বৈশাখী ঝড় চলাকালে গোলাপগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

তিনি গোলাপগঞ্জ উপজেলার উত্তর বাজারের ব্যবসায়ী ও পৌর শহরের টিকরবাড়ি গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যরা বলছেন, তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে দোকানে কাজ শেষে বাড়ি ফেরার জন্য দোকান বন্ধ করছিলেন আছকির আলী। এ সময় ঝড়বৃষ্টি শুরু হলে বজ্রপাতের বিকট শব্দে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ষরণ হয়। তাৎক্ষণিক আশপাশের ব্যবসায়ীরা ও উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।

চিকিৎসকের বরাত দিয়ে স্থানীয়রা বলেন, কাল বৈশাখী ঝড়ের সময় বজ্রপাতের বিকট শব্দে তিনি হার্ট অ্যাটাক করে ঘটনাস্থলেই মারা যান। পরে একটি অ্যাম্বুলেন্সযোগে তার মরদেহ বাড়িতে নিয়ে যান স্বজনরা।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৪
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ