ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ইজিবাইকের ধাক্কায় কলেজছাত্র নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৪
গোপালগঞ্জে ইজিবাইকের ধাক্কায় কলেজছাত্র নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জে ব্যাটারিচা‌লিত ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ক‌লেজছাত্র নিহত হয়েছেন।  

নিহত রায়হান মোল্লা (১৮) শহরের বেদগ্রাম এলাকার বিল্লাল মোল্লার ছেলে এবং সরকারি বঙ্গবন্ধু কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী।

সোমবার (১৫ এপ্রিল) ঢাকা-খুলনা মহাসড়কে শহ‌রের রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ রেলস্টেশন থেকে মোটরসাইকেল চালিয়ে শহরের দিকে আসছিলেন রায়হান। পথে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রায়হান গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৪
আরএ                                                                                                                                                                                                             

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।