ঢাকা, রবিবার, ২৫ কার্তিক ১৪৩১, ১০ নভেম্বর ২০২৪, ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৪
কিশোরগঞ্জে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত প্রতীকী ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলার কামালিয়ারচর এলাকায় বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত দুজনের মধ্যে একজনের নাম আশরাফুল ইসলাম। তিনি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার বাসিন্দা আব্দুল্লাহ আল রাজিবের ছেলে। তবে নিহত অপরজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সোয়া ১২টার দিকে কামালিয়ারচর এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায় ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী একটি বাস। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। খবর পেয়ে কটিয়াদী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।  

এ বিষয়ে কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মরদেহ দুটি উদ্ধার করে কটিয়াদী হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।