ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

জাতীয়

অতিরিক্ত গরমে ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৫, এপ্রিল ২৩, ২০২৪
অতিরিক্ত গরমে ব্যবসায়ীর মৃত্যু

জামালপুর: ইসলামপুর উপজেলায় অতিরিক্ত গরমে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে ফলিয়ামারী গ্রামে গোলাম রাব্বানী নামে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়।

গোলাম রাব্বানী গুঠাইল বাজারের মরিচের ব্যবসা করতেন।

জানা গেছে, সকালে বাড়িতেই ছিলেন গোলাম রাব্বানী। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হচ্ছিল। পথে রাব্বানীর মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত্যুর বিষয় নিশ্চিত করেন।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা এএএম আবু তাহের বলেন, আমরা ধারণা করছি অতিরিক্ত গরমের কারণে গোলাম রাব্বানীর মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।