ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কালকিনিতে ইজিবাইক চোর চক্রের ২ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, মে ২, ২০২৪
কালকিনিতে ইজিবাইক চোর চক্রের ২ সদস্য আটক

মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে ব্যাটারিচালিত ইজিবাইক চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি চোরাই ইজিবাইক।

 

বৃহস্পতিবার (২ মে) দুপুরের দিকে উপজেলার কালিগঞ্জ এলাকা থেকে ইজিবাইক উদ্ধার করাসহ তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- কালকিনির পাঙ্গাসিয়া এলাকার কামাল শিকদারের ছেলে নাজমুল শিকদার (২৪) ও জহির হাওলাদারের ছেলে শাওন হাওলাদার (২৮)।  

পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে কালকিনি থানার উপ-পরিদর্শক(এসআই) নিতাই চন্দ্র সাহার নেতৃত্বে পুলিশের এক টিম কালকিনির কালিগঞ্জ বাজার এলাকা থেকে চোরাই ইজিবাইকসহ ওই দুই যুবককে আটক করে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন জানান, এ ঘটনায় আটকদের নামে মামলা দায়ের করা হয়েছে। আটকরা ইজিবাইক চোর চক্রের সদস্য। তারা বিভিন্ন স্থান থেকে ইজিবাইক চুরি করে বিক্রি করতেন।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, মে ০২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।