ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাশ্রয়ী মূল্যে বসুন্ধরার নিত্যপণ্য মিলছে শ্রীমঙ্গলে

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, মে ১৬, ২০২৪
সাশ্রয়ী মূল্যে বসুন্ধরার নিত্যপণ্য মিলছে শ্রীমঙ্গলে ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: সারাদেশের মতো মৌলভীবাজার জেলায়ও ট্রাক সেলের মাধ্যমে সাশ্রয়ী দামে নিত্যপণ্য বিক্রি শুরু করেছে বসুন্ধরা গ্রুপ। পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে ভোক্তার কাছে সাশ্রয়ী দামে ভোগ্যপণ্য পৌঁছে দিতে এ উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীটি।

 

‘সাশ্রয়ী মূল্যে বসুন্ধরা পণ্য ভোক্তার জন্য’—এই স্লোগানে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের কলেজ রোডে বৃহস্পতিবার (১৬ মে) থেকে শুরু হওয়া এ কার্যক্রম ঈদুল আজহার আগের দিন পর্যন্ত চলবে।  

এখানে বসুন্ধরার পণ্য বিক্রি পরিচালনায় আছেন টেরিটোরি সেল এক্সকিউটিভ মোকাব্বির হোসেন ও বিক্রয়কর্মী অমল সরকার।

তারা বলেন, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত সাশ্রয়ী মূল্যে বসুন্ধরার তেল, আটা, ময়দা, সুজি, মসলা, নুডলসসহ ৩১টি পণ্য বিক্রি হবে এখানে।

পণ্য কিনতে আসা শহরের মৌলভীবাজার রোডের বাসিন্দা কামাল মিয়া বলেন, কম দামে পণ্য কিনতে পেরেছি, ভালো লাগছে, টাকা সাশ্রয় হয়েছে।

যেসব পণ্য সাশ্রয়ী মূল্যে কিনতে পারছেন ক্রেতারা
সাশ্রয়ী মূল্যের ট্রাক থেকে ক্রেতারা প্রতি লিটার সয়াবিন তেল ১৬০ টাকা, দুই লিটারের বোতল ৩২০ টাকা, ৩ লিটারের বোতল ৪৮০ টাকা, ৫ লিটারের বোতল ৭৮৫ টাকা, ৮ লিটারের বোতল ১২৫৫ টাকা, সরিষার তেল প্রতি লিটার ২৫০ টাকা, আটা ১ কেজি ৪৫ টাকা, ময়দা এক কেজি ৫৮ টাকা, সুজি ২৫০ গ্রাম ১৮ টাকা, মসুর ডাল এক কেজি ১৩৮ টাকা, চিনিগুঁড়া চাল প্রতি এক কেজি ১৪২ টাকায় কিনতে পারবেন।

ভামিসিলি সেমাই ২০০ গ্রামের প্রতি প্যাকেট ৩০ টাকা, লাচ্ছা সেমাই ২০০ গ্রামের প্যাকেট ৩৫ টাকা, ইনস্ট্যান্ট মাসালা নুডলস ১৫০ গ্রামের প্যাকেট ২২ টাকা, পান্ডা অথেন্টিক চাইনিজ নুডলস ৩০০ গ্রামের প্যাকেট ৫০ টাকা, সি-শেল পাস্তা ২০০ গ্রামের প্যাকেট ৩৮ টাকা, ম্যাকারনি অ্যাসরটেড ২০০ গ্রামের প্যাকেট ৩৫ টাকায় নিতে পারবেন ক্রেতারা।

এছাড়া মসলা পণ্যের মধ্যে হলুদ ৫০০ গ্রামের প্রতি প্যাকেট ১৮০ টাকা, মরিচ ৫০০ গ্রামের প্যাকেট ৩২০ টাকা, ধনিয়ার গুঁড়া ৫০০ গ্রামের প্যাকেট ৫৫ টাকা, জিরার গুঁড়া ৫০০ গ্রামের প্যাকেট ৭৪০ টাকা, রোস্টের মসলা ৩৫ গ্রামের প্যাকেট ৫৫ টাকা, মুরগির মসলা ১০০ গ্রামের প্যাকেট ৬৫ টাকা, বিরিয়ানি মসলা ৪০ গ্রামের প্যাকেট ৫০ টাকা, গরুর মাংসের মসলা ১০০ গ্রামের প্যাকেট ৭০ টাকা, কাবাবের মসলা ৫০ গ্রামের প্যাকেট ৭০ টাকা, বোরহানি মসলা ৫০ গ্রামের প্যাকেট ৩২ টাকা, চটপটি মসলা ৫০ গ্রামের প্যাকেট ৩২ টাকা, বসুন্ধরা চা (প্রিমিয়াম) ২০০ গ্রামের প্যাকেট ৮৫ টাকা এবং বসুন্ধরা প্রিমিয়াম টি ব্যাগ ১০০ গ্রামের প্যাকেট ৬৫ টাকায় বিক্রি করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, মে ১৬, ২০২৪
বিবিবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।