ঢাকা, রবিবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ জুন ২০২৪, ২৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

উখিয়ায় অস্ত্র-গুলিসহ আরসার ৪ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, মে ১৯, ২০২৪
উখিয়ায় অস্ত্র-গুলিসহ আরসার ৪ সদস্য আটক

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে সাঁড়াশি অভিযান চালিয়ে বেশ কিছু হ্যান্ডগ্রেনেড, ওয়াকি-টকি, অস্ত্র ও গুলিসহ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) চার সদস্যকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রোববার (১৯ মে) ভোরে উখিয়ার ২০ এক্সটেনশন রোহিঙ্গা শিবিরে এ অভিযান চালানো হয়।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহ-অধিনায়ক পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, আটকরা মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসার সদস্য ও একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।

আরেফিন জুয়েল বলেন, ভোরে উখিয়া উপজেলার ২০ এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পে কতিপয় অস্ত্রধারী লোকজন অপরাধ সংঘটনের উদ্দেশে জড়ো হয়েছে, এমন খবরে এপিবিএনের একাধিক দল সাঁড়াশি অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতিকারীরা এপিবিএন সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। গোলাগুলির এক পর্যায়ে পালিয়ে যাওয়ার সময় এপিবিএন সদস্যরা চারজনকে আটক করতে সক্ষম হন। পরে আটকদের দেওয়া তথ্য মতে, আরসা সন্ত্রাসীদের আস্তানায় তল্লাশি চালিয়ে ৪টি হ্যান্ডগ্রেনেড, ৭টি আগ্নেয়াস্ত্র, কয়েকটি ওয়াকি-টকি, কয়েকটি হেলমেট, বেশ কিছু গুলি ও কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

এপিবিএনের সহ-অধিনায়ক জানান, আটকরা মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসার সদস্য। তাদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, অস্ত্র ও চাঁদাবাজিসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে।

অভিযানের ব্যাপারে বিস্তারিত তথ্য বিকেলে ১৪ এপিবিএন কার্যালয়ে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে অবহিত করা হবে বলে জানান পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মে ১৯, ২০২৪
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।