ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দিনাজপুর হাসপাতাল থেকে ৪ দালাল গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, মে ২৩, ২০২৪
দিনাজপুর হাসপাতাল থেকে ৪ দালাল গ্রেপ্তার

দিনাজপুর: দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে চার দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারদের বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

এর আগে বুধবার (২২ মে) ওই হাসপাতালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারররা হলেন- দিনাজপুর সদর উপজেলার ৪ নম্বর শেখপুরা ইউনিয়নের বিশ্বনাথপুরের বাসিন্দা খলিলুর রহমানের ছেলে শিবলু হোসেন (২৫), শহরের খেড়পট্টি এলাকার লতিফের ছেলে নূরনবী (২৫), হাউজিং মোড় এলাকার বাসিন্দা মৃত মুসলিমের ছেলে সোহান (২৩) ও ৮ নম্বর উপশহর এলাকার আব্দুল লতিফের ছেলে বারেক (২৫)।  

থানা সূত্রে জানা গেছে, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে হাসপাতালের সেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে দালাল নির্মূল করতে অভিযান পরিচালনা করা হয়। গত রোববার (১৯ মে) থেকে বৃহস্পতিবার (২৩ মে) পর্যন্ত মোট ২৯ জন দালালকে গ্রেপ্তার করা হয়েছে।  

বিষয়টি নিশ্চিত করে দিনাজপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, দালাল নির্মূল করার চলমান অভিযানে এ পর্যন্ত ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।  

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, মে ২৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।