ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ৮ তলা ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, মে ২৭, ২০২৪
সিরাজগঞ্জে ৮ তলা ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌর এলাকায় ৮তলা ভবনের ছাদ থেকে পড়ে মোহাম্মদ সাব্বির (২৩) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ মে) সন্ধ্যায় পৌর এলাকার ভাঙাবাড়ি মহল্লায় এ ঘটনা ঘটে।

 

মোহাম্মদ সাব্বির সদর উপজেলার বহুলী ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামের মুসলেমের ছেলে।  

স্থানীয়রা জানায়, ইঞ্জিনিয়ার নুরনবী ও সুলতান মাহমুদের ৮ তলা ভবনের চিলেকোঠা প্লাস্টার করছিলেন সাব্বির। এ সময় ত্রি-ফলা লাগাতে গিয়ে প্রচণ্ড ঝোড়ো বাতাসে ত্রি-ফলাসহ উড়ে দোতলার ছাদে পড়ে যান। এতে গুরুতর আহত হন সাব্বির। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার্ড করেন চিকিৎসকরা। ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, মে ২৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।