ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

দৌলতদিয়া-পাটুরিয়ায় ৩৬ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৩, মে ২৮, ২০২৪
দৌলতদিয়া-পাটুরিয়ায় ৩৬ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক ফাইল ছবি

মানিকগঞ্জ: ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দুর্ঘটনায় এড়াতে প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল ফের স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে এমন তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাট পয়েন্টের এজিএম আব্দুস সালাম।

তিনি বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পদ্মা নদীতে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়। সে কারণে রোববার (২৬ মে) রাত সাড়ে ৮টা থেকে দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে নদী শান্ত হয়ে এলে প্রায় ৩৬ ঘণ্টা পর এ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় শতাধিক পণ্য বোঝাই ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। এগুলোকে সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মে ২৮, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।