ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেতন-বোনাসের দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ, যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জুন ১৪, ২০২৪
বেতন-বোনাসের দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ, যানজট

কুমিল্লা: বেতন-বোনাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন চান্দিনার ডেনিম প্রসেসিং প্লান্ট গার্মেন্টসের শ্রমিকরা।  

শুক্রবার (১৪ জুন) সকাল ১১টায় বেলাশহর এলাকায় এ অবরোধ শুরু হয়।

এতে মহাসড়কের উভয়দিকে যানজট সৃষ্টি হয়। এতে বিপাকে পড়েন ঈদে ঘরমুখো মানুষ।

শ্রমিকদের দাবি, চান্দিনার বেলাশহর এলাকার ডেনিম প্রসেসিং প্লান্ট নামের এ গার্মেন্টসটিতে প্রায়ই শ্রমিকদের বেতন আটকে রাখা হয়। ঈদুল আজহার মাত্র তিনদিন বাকি, কিন্তু এখনো বেতন-বোনাস দেওয়া হয়নি। শ্রমিকরা দুই মাসের বেতন ও বোনাস পাননি।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন, শ্রমিকরাদের বুঝিয়ে বেলা সোয়া ১২টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এক ঘণ্টার বেশি সময় ধরে অবরোধ থাকায় যানজটের সৃষ্টি হয়। এখন যান চলাচল শুরু হয়েছে।  


এর আগেও বেতন-বোনাসের দাবিতে একাধিকবার মহাসড়ক অবরোধ করেছেন ডেনিম গার্মেন্টসের শ্রমিকরা।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, জুন ১৪, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।