ঢাকা, শুক্রবার, ২৪ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

অতিরিক্ত যাত্রী বহন: ২ লঞ্চ ও ইজারাদারকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৫, জুন ১৪, ২০২৪
অতিরিক্ত যাত্রী বহন: ২ লঞ্চ ও ইজারাদারকে জরিমানা

ভোলা: ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের কারণে ভোলা-ঢাকা রুটের দুটি লঞ্চ ও ইজারাদের ৫০ হাজার টাকাসহ মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৪ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ এ জরিমানা করেন।

 

জরিমানা আদায় করা লঞ্চগুলো হলো দোয়েল পাখি-১ ও ১০। এছাড়া অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে ইলিশা তালতলি ঘাটের ইজারাদের সরয়ারদির ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ বলেন, ঈদে যাত্রীদের দুর্ভোগ লাগব এবং নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে এ অভিযান চলছে। যা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কর্মস্থলে থাকা তিন লাখের অধিক যাত্রী প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে ভোলায় আসেন। কিন্তু প্রয়োজনের তুলনায় কম সংখ্যক লঞ্চ থাকায় বাধ্য হয়ে অতিরিক্ত যাত্রী হয়ে ফিরছেন মানুষ।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জুন ১৪, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।